কালজয়ী ডেক্স: করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ যোদ্ধা বাংলাদেশ পুলিশের আরও একজন সদস্য কনস্টেবল মোঃ ফয়সাল আলম (৩৮) গত ১৮ জুন, ২০২০খ্রিঃ রাত ০২:৪৫ ঘটিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এই নিয়ে বাংলাদেশ পুলিশে কর্মরত একজন সিভিল সদস্য ও একজন র্যাব সদস্যসহ মোট ২৮ জন সদস্য করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষা দিতে গিয়ে প্রাণ দিলেন।
দেশমাতৃকার সেবায় নিয়োজিত নির্ভীক এই পুলিশ সদস্যদের মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম গভীর শোক প্রকাশ করেছেন।
কনস্টেবল মোঃ ফয়সাল আলম বগুড়া জেলার সদর থানাধীন নারুলী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ১৮ জুন, ২০২০ খ্রিঃ রাত ০১ঃ১৫টার দিকে বুকে ব্যথাজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে পুলিশ হাসপাতাল, বগুড়ায় প্রেরণ করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে রাত ০২ঃ৪৫টায় তিনি সেখানে মৃত্যুবরণ করেন। মৃত্যু পরবর্তীতে তার কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট প্রাপ্তির পর জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাটের রাণীনগর গ্রামে।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।