দিনাজপুরের ঘোড়াঘাটে প্রধানমন্ত্রীকে মিথ্যা কটুক্তি,উস্কানিমূলক তথ্য ও বিকৃত ছবি ফেসবুকে প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে রুবেল প্রধান উজ্জ্বল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে,বুধবার (২০ অক্টোবর) সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ঘোড়াঘাট থানার মামলা নং- ১০,তারিখঃ ২০-১০-২০২১।গ্রেপ্তারকৃত যুবক ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি গ্রামের গোফফার প্রধানের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃত যুবক প্রধানমন্ত্রীকে মিথ্যা কটুক্তি ও বিকৃত ছবি প্রচারের পর থেকেই পলাতক অবস্থায় ছিল।পুলিশি অভিযানে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ এর ২৫(১)/২৬(১)/২৮(১)/২৯(১)/৩১(১)/৩৫(১) সংক্রান্ত মামলা রুজু করে বুধবার বিকেলে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।