মোহাম্মদ সুজন: টাংগাইলের বাসাইল উপজেলায় বৃষ্টি চলাকালীন সময়ে আম কুঁড়াতে গিয়ে বজ্রাঘাতে সানিয়া আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৮জুন) বিকেলে উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।
জানা যায়, নিহত সানিয়া কালিহাতী উপজেলার কুর্শাবেনু গ্রামের শহীদ মিয়ার মেয়ে। সানিয়া বাসাইল উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকায় নানার বাড়ি পারু মিয়ারবাড়িতে থেকে পড়াশোনা করে আসছিলো। নিহত সানিয়া স্থানীয় কে বি এন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সানিয়া ও তার খালাতো বোন সাদিয়া বাড়ির পাশে বৃষ্টির সময় আম কুঁড়াতে যায়। এ সময় হঠাৎ করে বজ্রঘাত হয়, এতে সানিয়া ও তার খালাতো বোন সাদিয়া দুজনেই আহত হয়। তখন তাদের উদ্ধার করে টাংগাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সানিয়াকে মৃত ঘোষণা করেন।