মোঃ আতিকুর রহমান আজাদ: গৌরনদী উপজেলা থেকে কালকিনি উপজেলায় ইয়াবা বিক্রি করতে এসে ৩হাজার ৫৮৫পিচ ইয়াবা সহ আলমগীর হোসেন ফকির(২৭) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার ভূরঘাটা গ্রামের মরহুম আঃ আজিজ ফকিরের ছেলে। আজ(রবিবার) ভোর সাড়ে ৫টায় কালকিনি পৌর এলাকার উত্তর রাজদি গ্রামে ব্র্যাক অফিসের পাশে কালকিনি থানার টহল পুলিশের টিমের এস আই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে যাওয়ার সময় তাকে দেখে সন্দেহ হলে তল্লাশি চালালে উক্ত ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা রজু করে জেল হাজতে পাঠানো হয়েছে। কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, আলমগীরকে ৩ হাজার ৫৮৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।