জেলা প্রতিনিধি,খাগড়াছড়িঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার পিছলাতলা এলাকায় পিকআপ গাড়ির চাপায় মোঃ মঞ্জুরুল (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোঃ মঞ্জুরুল ইসলাম ফটিকছড়ি ভুজপুর গামের মোঃ আবুল হোসেনের ছেলে।
গতকাল ২০মে (বুধবার) বিকাল ৫ঘটিকায় মানিকছড়ি থেকে খাগড়াছড়ি যাওয়ার সময় পিছলাতলা এলাকায় জালিয়াপাড়া হতে আসা একটি পিকআপ গাড়ি মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এ সময় আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মোঃ মঞ্জুররুল ইসলামকে হাসপাতাল আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিছলাতলায় পিকআপ গাড়ির চাপায় একজন নিহত হয়েছে। আমরা পিকআপ গাড়ি ও ড্রাইভারকে আটক করেছি। এই দূর্ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।