প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমিখ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ও শহীদ সিরাজ লেকে (নীলাদ্রি) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।শনিবার (১৬ অক্টোবর) দুপুরে তাহিরপুরের শহীদ সিরাজ লেকে (নীলাদ্রি) এ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
এ সময় জেলা প্রশাসক ইঞ্জিন চালিত একটি ছোট নৌকায় চড়ে নেটের ঝুড়ি দিয়ে হাওর থেকে ময়লা নিস্কাশন কাজের সূচনা করেন।এ সময় জেলা প্রশাসক বলেন,সুনামগঞ্জ হাওর বেষ্টিত একটি জেলা।এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদেরকে আকর্ষিত করে।অধিকাংশ মানুষ এ জেলাকে চিনে টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে।এখানে প্রতি বছর দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণে পর্যটকরা এসে ভীড় করে।
তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো,হাওরে আগত পর্যটকদের মধ্যে কিছুসংখ্যক মানুষ হাওরে প্লাষ্টিকের বোতল, খাবার খাওয়ার জন্য ব্যবহ্রত প্লাষ্টিকের ওয়ানটাইম প্লেট-গ্লাসসহ ময়লা-আবর্জনা ফেলে যান।যার ফলে দূষিত হচ্ছে টাঙ্গুয়ার হাওড়ের আশ পাশ এলাকার পরিবেশ,নষ্ট হচ্ছে হাওরের জীব-বৈচিত্র।এ সময় টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুর উপজেলার সকল পর্যটন এলাকার সৌন্দর্য রক্ষায় এলাকাবাসীসহ আগত পর্যটকদের সহযোগীতা কামনা করেন তিনি।
এ সময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির,সহকারী কমিশনার(ভূমি) মোঃ আলাউদ্দিন,জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁন,সাধারণ সম্পাদক অমল কর,সাংগঠনিক সম্পাদক জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।