নওগাঁয় ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যপী শারদীয় দূর্গোৎসব শেষ হয়েছে।এ বছরের মত শেষবার পূঁজা মন্ডপে এসে তাই ভক্তরা দেবীর পায়ের সিঁদূরে নিজেদের ভক্তি শ্রদ্ধায় রাঙিয়ে নেয়।শুক্রবার বিজয়া দশমীর পূজা অর্চনা এবং সকল আনুষ্ঠানিকতা শেষ করে দুপুরের পর থেকে স্ব স্ব মন্ডপের প্রতিমাগুলো যানবাহনে করে নৌকায় তোলা হয়।
এরপর প্রায় ২ কিলোমিটার জুড়ে চলতে থাকে নৌ বিহার।এসব নৌকায় ঢাকের শব্দ এবং মাইকের গানের শব্দে মুখরিত হয়ে উঠে এলাকা।এ সময় ছোট যমুনা নদীতে মনোরম দৃশ্যের সৃষ্টি হয়।নদীর দুই পাড়ে দাঁড়িয়ে বিভিন্ন ধর্মের নারী-পুরুষ,শিশু,কিশোর এমন দৃশ্য উপভোগ করেন।দীর্ঘ সময় নৌবিহার শেষে সন্ধ্যায় দহের ঘাটে পর্যায়ক্রমে প্রতিমাসমুহ বিসর্জন দেয়া হয়।
উল্লেখ্য এবার জেলায় ১১টি উপজেলায় সর্বমোট ৮১৭টি পূজা মন্ডপে শান্তিপূর্ন ভাবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।