1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কোরআন অবমাননার নামে বাগেরহাটের শরণখোলায় মিছিল,আটক-৪
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কোরআন অবমাননার নামে বাগেরহাটের শরণখোলায় মিছিল,আটক-৪

ইসমাইল হোসেন লিটন :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১১০৪ বার পড়েছে
কোরআন অবমাননার নামে বাগেরহাটের শরণখোলায় মিছিল,আটক-৪

কোরআন অবমাননার অজুহাতে বাগেরহাটের শরণখোলায় মিছিল করে প্রতিবাদ ও উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে একটি মহল।বুধবার রাত ১০টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া গ্রামে তারা মিছিল বের করে।মিছিলে খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছলে মিছিলকারীরা পালিয়ে যায়।এ ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়,ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তিতে গ্রেপ্তার করা হয়েছে।এদেরকে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।এ ঘটনার পর উপজেলার সকল মন্দিরে অতিরিক্ত নিরাপত্তা এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের চাঁনমিয়া হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (৪৫),বাচ্চু মাঝির ছেলে সজিব মাঝি (২০),নূরুল ইসলাম খানের ছেলে বায়জিদ খান (২০) এবং উত্তর রাজাপুর গ্রারে মোস্তফা হাওলাদারের ছেলে ওলিয়ার হাওলাদার (১৮)।

শরণখোলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল দাস বলেন,আমরা সারাজীবন সম্প্রীতির আমাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করে আসছি।কিন্তু এখানে সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করছে একটি মহল।এতে হিন্দুদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যাতে দেশের অন্য কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেব্যাপারে প্রশাসনসহ সবাইকে সতর্ক থাকার আহবান জানাই।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাইদুর রহমান জানান,ইসলামপন্থী কিছু লোক কোরআন অবমাননার দোহাই দিয়ে মিছিল বের করে উত্তেজনা ছাড়নোর চেষ্টা করে।এঘটনায় চার জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।এঘটনার পর মন্দিরে মন্দিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD