হৃদয় এস সরকার: নরসিংদী রায়পুরায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার উপজেলার মেথিকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে ১৭ কেজি গাঁজাসহ ৪ চিহিৃত মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা, খাকচর গ্রামের মৃত উরফান আলীর ছেলে আমির হোসেন (৪২), শ্রীরামপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে নূর মোহাম্মদ (২২), মৃত সুরুজ মিয়া ছেলে কাশেম মিয়া (৩০) ও মৃত আঃ ছোবহানের ছেলে বাবু (২৩)। তারা সবাই রায়পুরা থানার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক জেলা গোয়েন্দা শাখা ও মিডিয়া সমন্বয়ক রুপন কুমার সরকার।
এ ঘটনায় অভিযুক্ত চাঁর মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায়পুরা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এবং এরআগে প্রত্যেকের বিরুদ্ধে রায়পুরা থানায় একাদিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।