নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্গা পূজার ছুটিতে বাড়ী যাবার পথে অপহৃত ৪পোশাক শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।এসময় পুলিশ ৫ অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় ঘটে এ ঘটনা।মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিন্টু বৈদ্য জানান,মঙ্গলবার রাত সাড়ে ৮টারদিকে উপজেলা ভুলতা এলাকার নান্নু স্পিনিং নামক পোশাক কারখানার শ্রমিক রিপন মুর্ম,মিঠুন চন্দ্র রায়,মোমিনুল,আবদুল্লাহ পুজার ছুটি পেয়ে গ্রামের বাড়ি দিনাজপুরের সেতাবগঞ্জ যাবার উদ্দেশ্যে সাওঘাট থেকে অটো রিক্সা যোগে গাউছিয়া এলাকায় বাসস্ট্যান্ড যাবার সময় একটি অপহরনকারী চক্র তাদের অপহরণ করে নিয়ে যায়।
পরে অপহরণকারী অপহৃতদের সহকর্মী লিপন চন্দ্রের মোবাইলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।এমনকি টাকা না দিলে জীবনে শেষ করে দিবে বলে হুমকি প্রদান করে।লিপন চন্দ্র ঘটনাটি ভুলতা ফাড়িকে অবহিত করলে পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় রাতভর অভিযান চালিয়ে একই উপজেলার সাওঘাট এলাকা থেকে অপহৃত ৪ পোশাক শ্রমিককে উদ্ধার করে।এ সময় এ ঘটনায় জড়িত শাকিব চৌধুরী,রাম কিশোর,সাব্বির হোসেন,তামিম মুসুল্লি ও জাবেদ ভুইয়া নামে অপহরনকারীকে গ্রেফতার করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৭/৮ জন অপহরণকারী পালিয়ে যায়।
এব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএফএম সায়েদ বলেন,অপহরণের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত ৫ আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।