সোহাগ হোসেন: পটুয়াখালীর দুমকিতে করোনা আক্রান্ত দুই নারী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। গতকাল শুক্রবার এখবর নিশ্চিৎ করেছেন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা (টিএইচও) ডা.মীর শহীদুল হাসান শাহীন।
তিনি জানান, দুমকিতে প্রথম করোনা আক্রান্তে মৃত দুলাল চৌকিদারের ছোট বোন খাদিজা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মেরিনা আক্তারের পর পর দু’বারে রিপোর্ট নেগেটিভ এসেছে। খাদিজাকে পটুয়াখালীর আইসোলেশন ইউনিট থেকে বাড়ি পাঠানো হয়েছে। অপরজন স্বাহ্যকর্মী মেরিনা হোম আইসোলেশন থেকেই চিকিৎসা নিয়েছেন।