মোহাম্মদ সুজনঃ টাংগাইলের বাসাইলে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গৃহবন্ধী ২০০ তাঁতীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না। আজ বৃহস্পতিবার (৭মে) উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলী সাধী গ্রামের প্রাইমারী স্কুল মাঠে সামাজিক দূরত্ববজায় রেখে উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না নিজে উপস্থিত থেকে গৃহবন্ধী তাঁতীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেণ। তিনি খাদ্য সামগ্রী বিতরণের সময় সকল তাঁতীকে মহামারী করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হতে বলেছেন ও সকলকে সামাজিক দূরত্ববজায় রাখে এবং যার যার বাসস্থানে অবস্থান করতে অনুরোধ করেছেন। এসময় উপস্থিত ছিলেন কাশিল ইউনিয়নের চেয়ারম্যান মির্জা রাজিক সহ প্রমুখ।