বিশেষ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সুমী খাতুন (১৫)নামের এক প্রেমিকা বিয়ের দাবীতে প্রেমিক নূর ইসলামের বাড়ীতে দু’দিন যাবৎ অনশন করছে। সুমি উপজেলার জামিরতা ঘোষপাড়া গ্রামের আপ্রতিনিধি হম্মেদ আলী শিকদারের মেয়ে এবং নূর ইসলাম ভাটপাড়া গ্রামের আল্লেক মোল্লার ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের নতুন বাজার এলাকায়।
সুমি জানান প্রেম করে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। বর্তমান আমি দু’মাসের গর্ভবতি। নুর ইসলাম মাঝে মধ্যে তার প্রয়োজন মেটানোর জন্য তার বাড়ীতে ফোন করে ডেকে নিয়ে যেত। টের পেয়ে এলাকার লোক জন এক দিন আমাদের আটক করে ফেলে। আমি সে দিন তাকে বলি আজকেই বিয়ে হয়ে যাক।নূর ইসলাম আমাকে পরে বিয়ে করবে প্রতিশ্রুতি দিয়ে বিদায় করে দেয়। আমি নূর ইসলামের সাথে শারীরিক সম্পর্ক করে দু’মাসের গর্ভবতির বিষয় লোক মূখে গুঞ্জন শুরু হলে তাকে বিয়ের চাপ প্রয়োগ করি।সে বিয়ে করতে তালবাহানা শুরু করে। বাধ্য হয়ে দু’দিন আগে লক্ষাধিক টাকা ও গোহনা নিয়ে ঘর করার জন্য তার বাড়ীতে উঠে পরেছি। কিন্তুু নূর ইসলাম আমাকে রেখে বাড়ি থেকে পালিয়েছে। পালিয়ে লাভ নেই, তার সন্তান আমার গর্ভে।বিয়ে না হলে আত্মহত্যা করবো,তবু জীবিত অবস্থায় তোমার বাড়ি থেকে অন্য কোথাও যাব না।
স্থানীয় সূত্রে জানা যায় এর আগেও একাধিক মেয়ের সাথে দৈহিক সম্পর্কের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । বাড়িতে প্রাইভেট কোচিং খুলে এ ধরনের অনৈতিক কাজের সাথে জড়িয় পরে সে। এ নিয়ে অনেক বার শালিস করা হয়েছে। স্থানীয় জনসাধারন এ ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
এ বিষয়ে নূর ইসলামের সাথে যোগাযোগ করা হলে, জানান সুমী নামের কাউকে আমি চিনি না।আমার উপর যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।আমাকে লাঞ্চিত করার উদ্দেশ্যেে কিছু কুচক্র মহল ষড়যন্ত্র করে আমাকে সমাজে হেয় করছে।