বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজলার অখ্যাত পল্লী কোরপাই। এখানকার একটি মাদ্রাসার একদল মুমিন মুসলমান করোনা আক্রান্ত নিহত ব্যক্তিদর দাফন আগ্রহী হয় প্রচারণা শুরু করছে। এজন্য আগ্রহী লোকদেরও তাদের সাথে যোগাযোগের আহবান জানিয়ে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যম প্রচারনাও শুরু করছ।
জানা যায়, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও যখন করোনা আক্রান্ত হয় মানুষ মৃত্যুবরণ শুরু করে তখন অজানা আতঙ্ক নিহতের লাশ পরিবারসহ কেউই দাফন কাফন এগিয়ে আসছে না এ অবস্থায় কখনো উপজেলা প্রশাসন,কখনোবা থানা পুলিশ বা কোনো স্বেচ্ছাসেবী এগিয়ে আসছে। এত করে লাশ দাফন নিয়ে প্রায়ই বিব্রত হতে হচ্ছে মানুষদের। কোন কোন কবরস্থান ব্যবহারও করতে দিচ্ছে বাঁধা। এই যখন অবস্থা তখন কুমিল্লার বুড়িচং উপজলার মোকাম ইউনিয়নর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের অখ্যাত পল্লী মোকাম ইউনিয়নর কোরপাই পূর্বপাড়া গ্রামের পুরাতন পোষ্ট অফিস দারুস সুন্নাহ মাদ্রাসার কিছু মুমিন করোনায় আক্রান্ত হয়ে নিহত জেলার সমস্ত মানুষের জানাযাসহ সমস্ত দাফন-কাফনের ব্যবস্থা নিতে চায়। এ জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে আগ্রহী লোকজনদেরও তাদের সহযোগী হতে আহবান করছে। উল্লেখ্য কোরপাই পূর্বপাড়া গ্রামের পুরাতন পোষ্ট অফিস দারুস সুনাহ মাদ্রাসার হাফেজ মাওলানা সারোয়ার বিন আব্দুল খালেক ( ০১৮৩২৪০২৭১০) এর নেতৃত্ব থাকা এই দলটির অপরারেপর সদস্যরা হলেন,হাফেজ ইউনুস আহমদ ,হাফেজ মাওলানা ইয়াসিন আহমদ , মাঃ জাফর ইকবাল (ব্যবস্থাপনা পরিচালক) ,মাঃ তারিকুল ইসলাম রিয়াজ,মাঃ মুরসালিন আহমদ।