নিজস্ব প্রতিবেদক।। আশেকের আয়না গান দিয়ে আলোচনায় আসেন তরুণ বাউল শিল্পী মামুন সরকার।এবার তিনি নিয়ে এলেন Ab tv comillar অনুরোধে মা হারানোর ব্যাথা একটি গান। এর আগে কুমিল্লা কে নিয়ে গেয়েছেন চলনা সখি ঘুরে আসি কুমিল্লা শহরে গানটি। এছাড়াও গেয়েছেন অনেক বাউল ও মুর্শিদি গান। জয় করেছেন বহু ভক্তদের মন। তার লেখা গান গেয়েছোন অনেক শিল্পী। কুমিল্লার আদিনা মুড়া দরবার নিয়ে তিনিই প্রথম মিউজিক ভিডিও তৈরি করেছেন। পেয়েছেন অনেক প্রশংসা। তার সফলতা কামনা করেছেন নাট্য শিল্পী সাংবাদিক হালিম সৈকত।
আক্রান্ত
০