কালজয়ী ডেস্ক: ঈশ্বরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রতিনিয়ত দোকান খোলা রেখে দুর্যোগ ব্যবস্থাপনা কাজে বাধা প্রদান করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে কুর্শিপাড়া বাজারের এক ব্যবসায়ীকে বিশ হাজার টাকা এবং জাটিয়া চৌরাস্তা বাজারের এক ব্যবসায়ী কে দোকান খোলা রেখে আড্ডা দেওয়ায় এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।সেই সাথে অন্য দোকানদারদের সাবধান করে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।সে সময় তার সাথে ছিলেন ঈশ্বরগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ।