সোহাগ হোসেন: পটুয়াখালীর দুমকিতে পুকুরের পনিতে ডুবে ওমর নামের ২বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা নুরুজ্জামান খানের ২বছর বয়সের শিশুপুত্র ওমর পরিবারের সবার অলক্ষ্যে বসত:ঘরের পার্শ্ববর্তি পুকুরে পড়ে যায়। এদিকে শিশু ওমরকে ঘরের কোথাও না পেয়ে তার মা ডাকচিৎকার করে খোাঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তি পুকুর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুজন শিশুটির মৃত্যু ঘোষনা করেন। শিশুটির অকাল মৃত্যুতে ওই পরিবারে শোকের মাতম চলছে।