হৃদয় এস সরকার: নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে চিকিৎসকসহ করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আরও ২৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯২ জনে। বুধবার করোনা সন্দেহে ৩৮ জনের নমুনা পরীক্ষা করার জন্যে ঢাকা পাঠানো হয়। পরীক্ষায় বৃহস্পতিবার নতুন করে ২৭ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়। নতুন আক্রান্ত ২৭ জনের মাঝে নরসিংদী সদর উপজেলার ১২ জন, শিবপুরের ৪ জন, বেলাব উপজেলার ৯ জন ও রায়পুরা উপজেলার ২ জন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস ও নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নরসিংদী জেলায় এ পর্যন্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকল্প কর্মকর্তা, সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিশুসহ ৯২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।নরসিংদী সদর উপজেলায় মোট ৪৮ জন, রায়পুরায় ১৩ জন, পলাশে ৩ জন, শিবপুরে ১২ জন, বেলাবতে ১১ জন ও মনোহরদীতে ৫ জন আক্রান্ত হয়েছেন।এবং এখন পর্যন্ত সদর উপজেলার ১ জন ও পলাশের ১ জন সুস্থ হয়েছেন। জেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা এখন ৯২ গিয়ে পৌঁছলো।