মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ভূকশিমইল ইউপি কালেশা-জাব্দা গ্রামীণ সড়কের পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে,ফানাই নদীতে প্রায় ১০০ হাতের উপরে এই বাঁশের সাঁকোতে কোনো ধরনের ব্রিজ না থাকায়-শত শত কৃষক,সাধারণ মানুষ,দিন মুজুরসহ স্কুল-কলেজ পড়ুয়া কোমল মতি শিক্ষার্থীদের বিশেষ করে জাব্দা প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা ভোগান্তির শিকার হচ্ছে।
ঘন্টার পর ঘন্টা দারিয়ে থাকতে হয় পার হওয়ার জন্য।এছাড়া সাকো পার হতে গিয়ে সাকু থেকে নদীতে পরে শিশু নারী বয়স্করাসহ অন্যরা দুর্ঘটনায় গুরুত্বর আহত হয় বা শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম ঘটনা ঘটে এবং মৃত্যু ঝুঁকি থেকে যায়।বাঁশের সরু সাঁকো থেকে কবে পাবে মুক্তি সাধারণ মানুষ নিজে ও জানেনা।
এভাবেই বছরের পর বছর একটি ব্রিজের স্বপ্ন দেখে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে পারাপার হওয়া দুই পারের হাজার হাজার মানুষ।আর নদী পারাপারের জন্য একমাত্র সম্বল তাদের বাঁশের সাকো,কবে হবে ব্রিজ? মুক্তি পাবে সাকু পারাপারের দুর্ভোগ ও ভোগান্তি থেকে? এমনি করে বলে অভিযোগ করে আসছে এলাকাবাসী।