সোহাগ হোসেন: বিশ্বব্যপী করোনা ভাইরাস আজ মহামারী রুপে অবস্থান করছে। এ পরিস্থিতিতে জন আকাঙ্কক্ষার বাংলাদেশ অসহায় বিপদ গ্রস্থ মানবতার জন্য মানবিক উদ্যোগ হিসাবে ফুড ব্যাংক কর্মসূচির মাধ্যমে দেশ ব্যাপী অসহায় বিপদ গ্রস্থ মানুষের খাদ্যের ব্যবস্থা করার কাজ শুরু করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পটুয়াখালী জেলায় ফুড ব্যাংক কর্মসূচির আওতায় ১০০ পরিবারকে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়। দুমকি উপজেলার পাঙ্গাশিয়ার ৯টি ওয়ার্ডে, লেবুখালী ইউনিয়নের ৩টি ওয়ার্ড ও শ্রীরামপুর ইউনিয়নের ১০০পরিবারের প্রতি পরিবারকে ৫কেজি চাল, ৩কেজি আলু, ১কেজি করে ডাল,তৈল ও পিয়াজ, একটি সাবান বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়। এসময় নেছার উদ্দিন মাস্টার, ইউপি সদস্য সুলতান তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান সিকদার, সমাজ সেবক আবু সালেহ খোকন, আবদুর রহমান, সাংবাদিক জসীম উদ্দিন সহ নিয়োজিত স্বেচ্ছাসেবক সুবিধাভোগীদের বাড়ি বাড়ি পৌঁছে দেন।