হৃদয় এস সরকার: নরসিংদীতে নতুন ১০০ জন প্রবাসী করোনাভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিনে রয়েছে। এনিয়ে বর্তমানে জেলায় ১৫৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।সকলেই সৌদী আরব, ইতালী, দুবাই, দক্ষিন কোরিয়া, অষ্ট্রেলিয়া ও সিঙ্গাপুর ফেরত। স্বস্তির বিষয় জেলায় এখনোও পর্যন্ত কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়নি এবং ৬ জন প্রবাসীকে ১৪ দিন হোম কোয়ারেন্টিন শেষে শরীরে ভাইরাসের কোন লক্ষণ না পেয়ে ছাড়ে দেয়া হয়েছে।
শনিবার (২১ মার্চ) নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্যটি নিশ্চিত করেন।নরসিংদীতে হোম কোয়ারেন্টিনে রয়েছে নরসিংদী সদর উপজেলায় ৫৫ জন, শিবপুরে ৩৫ জন,রায়পুরায় ২২ জন, বেলাবতে ৩৫ জন, মনোহরদীতে ২ জন ও পলাশে ৮ জন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানায়, নরসিংদীতে বিদেশ ফেরত প্রবাসী যারাই আসচ্ছেন সবার স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা হিসেবে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এখনোও পর্যন্ত কোন করোনাভাইরাসের রোগী সনাক্ত হয়নি।এবং ৬ জন প্রবাসীকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রেখে তাদের শরীরের মধ্যে কোন করোনাভাইরাসের লক্ষণ না থাকায় ছাড় দেয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে,করোনাভাইরাস ঠেকাতে নরসিংদী জেলা পুলিশ ও জেলা প্রশাসন ব্যাপক গণসংযোগ চালাচ্ছে। প্রতিদিন পুলিশ জেলা শহরে করোনা প্রতিরোধে মাইকিং করছে কিস্তু করোনাভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ে জনসচেতনতামূলক তেমন কোন ভূমিকায় দেখা যাচ্ছেনা নরসিংদী জেলা আওয়ামীলীগের।