সোহাগ হোসেন: পটুয়াখালীর দুমকিতে বেশী দামে বিক্রির অপরাধে ৫ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে। গতকাল শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার দুমকি ও লেবুখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ব্যবসায়ীকে বিভিন্ন হারে জরিমানা করে। উপজেলা শহরের পীরতলা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী জাহিদুল ইসলাম, লেবুখালীর সুলতান হাওলাদার, পাগলা বাজারের ফেরদৌস, সোহেল, ইসমাইলসহ ৫ব্যবসায়ীকে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে বিভিন্ন হারে মোট ১৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করে। প্রথম শ্রেণীর নির্বাহী মেজিষ্ট্রেট, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, করোনা প্রভাবে সরবরাহ বন্ধের আশংকায় নিত্য প্রয়োজনীয় পণ্য মওজুদ ও অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগ পেয়ে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত আকস্মিক অভিযান চালানো হয়।