1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুমিল্লার চান্দিনায় দুর্ধর্ষ ডাকাতির ২দিনেও মামলা রেকর্ড করেনি পুলিশ
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লার চান্দিনায় দুর্ধর্ষ ডাকাতির ২দিনেও মামলা রেকর্ড করেনি পুলিশ

আকিবুল ইসলাম হারেছ :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৫ বার পড়েছে
কুমিল্লার চান্দিনায় দুর্ধর্ষ ডাকাতির ২দিনেও মামলা রেকর্ড করেনি পুলিশ
কুমিল্লার চান্দিনায় দুর্ধর্ষ ডাকাতির ২দিনেও মামলা রেকর্ড করেনি পুলিশ

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে গৃহকর্তার হাত-পা বেঁধে অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগ দায়ের করার দুই দিনেও মামলা নেয়নি পুলিশ।গত রবিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টায় পল্লী বিদ্যুৎ রোড আবাসিক এলাকার তাহমিনা ভিলার নিচ তলায় ওষুধ কোম্পানীর প্রতিনিধি আব্দুর রাজ্জাক এর ভাড়াটিয়া বাসায় ওই ডাকাতির ঘটনা ঘটে।

সোমবার সকালে ভুক্তভোগীর লিখিত অভিযোগ দায়ের করার পরও মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ঘটনায় থানায় মামলা রেকর্ড বা কাউকে গ্রেফতার করতে পারেনি চান্দিনা থানা পুলিশ।ভুক্তভোগী আবদুর রাজ্জাক অভিযোগ করেন,রবিবার রাত সাড়ে ৩টায় ৫-৬ জনের মুখোশধারী ডাকাতদল বাসার গেইটের তালা ও দরজা ভেঙে কক্ষের ভিতরে প্রবেশ করে।

ডাকাতরা আমাকে ও আমার স্ত্রীকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা,৩ ভরি স্বর্ণালঙ্কার,৩টি মোবাইল ফোন,১টি ট্যাব সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন কি-না? এমন প্রশ্নে তিনি বলেন,পরদিন সোমবার সকালে আমি চান্দিনা থানায় মামলা দায়ের করেছি।চান্দিনা থানা পুলিশ আমার বাসায় এসে ঘটনা পরিদর্শন করেন।

এদিকে থানায় খোঁজ নিয়ে জানা যায়,সোমবার সকাল থেকে এ পর্যন্ত (মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা) চান্দিনা থানায় কোন প্রকার ডাকাতি মামলা রেকর্ড করা হয়নি।মামলা রেকর্ড না হওয়ার খবর শুনে বিষ্মিত হন ভুক্তভোগী গৃহকর্তা!এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান,সোমবার সকালে বাদীর লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD