চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকী মুখী পর্যটক স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ট্রাকে গান বাজিয়ে উপদ্রব সৃষ্টি করার কারণে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৮-সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার সহকারী (ভূমি) কমিশনার তানভীর হাসান চৌধুরী’র নেতৃত্বে চাতরী চৌমুহনী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলার সহকারী (ভূমি) কমিশনার তানভীর হাসান চৌধুরী বলেন,ট্রাকে গান বাজিয়ে উপদ্রব সৃষ্টি করার কারণে ও গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।গাড়িটি আটকের পর উচ্চশব্দে গান বাজাবে না মর্মে অঙ্গীকার করায় অর্থদণ্ড আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।