হৃদয় এস সরকার: নরসিংদীর পলাশে দশম শ্রেণির আফিয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসার ছাত্রীকে গভীর রাতে ঘর থেকে তুলে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে কিছু বলতে পারেননি নিহতের স্বজনরা। হত্যা রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আফিয়া আক্তার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের চরকাবরদী গ্রামের আজহার আলীর মেয়ে।এঘটনায় আরিফার পরিবারের ৪ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। ঘরের দুটি রুমের একটিতে বোনদের সাথে একই খাটে ঘুমিয়ে ছিলেন আফিয়া। ভোররাতে আফিয়ার বড় বোনের বাচ্চার কান্নার আওয়াজ শুনে জেগে উঠেন পরিবারের সদস্যরা। এসময় তারা দেখতে পান আফিয়া ঘরে নেই, ঘরের প্রধান দরজাটি খোলা ও ঘরের মেঝের একপাশের সিঁধকাটা। রাতেই পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর ঘরের পেছনের একটি কচু ক্ষেতের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় আফিয়াকে উদ্ধার করেন। এ সময় তার মাথায় ইটের আঘাত ও গলায় গামছা প্যাঁচানো ছিল। পরে পরিবারের সদস্যরা তাকে নরসিংদী জেলা হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এঘটনায় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দীন জানায়, বুধবার সকালে খবর পেয়ে পলাশ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মৃতদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের তিনবোন ও এক বোনের জামাইসহ পরিবারের ৪ সদস্যকে আটক করা হয়েছে।এবং হত্যা রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেনে তিনি।