সোহাগ হোসেন: পটুয়াখালীর দুমকিতে গাজা, ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণসহ বেল্লাল হাওলাদারের পুত্র হৃদয় হাওলাদার (২২), এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ। বুধবার রাত আনুমানিক ০১টার সময় লেবুখালী ফেরীঘাট এলাকা থেকে মাদক বহনকারী যুবককে আটক করা হয়। এসময় ঐ যুবকের কাছে ৩০ পিচ ইয়াবা ও ৭৫ গ্রাম গাজাসহ ইয়াবা সেবনে নানা উপকরণ পাওয়া গেছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বহনকারী যুবকের বিরুদ্ধে মামলা রাজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, আটক হওয়া যুবক হৃদয় হাওলাদার লেবুখালী ০২ নং ওয়ার্ডের পুত্র।