নীলফামারীর ডোমার উপজেলার দুই ফিলিং স্টেশন গ্রাহককে পেট্রোল,অকটেন ও ডিজেল ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত অর্থদন্ড দিয়েছেন।সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম উপজেলার মেসার্স ডোমার ফিলিং স্টেশন ও ম্যাক্স ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর এর সহকারী পরিচালক বোরহান উদ্দিনের খবরে নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম ফিলিং স্টেশনে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে উক্ত জরিমানার টাকা আদায় করেন।
অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে খাওয়ার অনুপযোগী খাদ্যদ্রব্য রাখার দায়ে ডোমার পৌরসভা এলাকায় সাহা সুইট্ এক হাজার,গার্ডেন সুইট্ দুই হাজার ও বাদল ষ্টোরকে দুই হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।অভিযানে সহযোগীতা করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারী ইন্সপেক্টর আল আমিন রহমান।