কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ জাতীয় দৈনিক আমাদের নতুন সময় এবং বিজনেজ বাংলাদেশ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক সাবরীণ জেরিন এর উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।।
সাংবাদিকরা জাতির বিবেক।সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জীবনের ঝুঁকি নিয়েও প্রতিমুহূর্তে অন্যায়-অপরাধের বিরুদ্ধে চালিয়ে যায় তাদের ক্ষুরধার লেখনি।
ওরা হয়তো জানে না,হামলা-মামলা করে বন্ধ করা যায় না কিংবা থামানো যায় না প্রতিবাদি কলম। গতকাল সন্ধ্যায় তার উপর হামলা হয়। একটি সরকারি অফিসে এই ঘটনা ঘটে। তার তলপেটে লাথি মারা হয়। এক পর্যায়ে সে বমি করে।তলপেটে প্রচন্ড ব্যাথা নিয়ে ভর্তি হন মাদারীপুর সদর হাসপাতালে।এই হামলা মেনে কভু মেনে নেয়া যায় না।হামলাকারী যে বা যারাই হোক অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবী জানাই।।