যেন মরুভূমিতে সুই খোঁজার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ।শেষমেশ সফল হয়ে ৭ টি হারানো মোবাইল উদ্ধার করেছেন।কাজের স্বীকৃতিস্বরূপ জনসাধারনের প্রসংসা পেয়েছেন।থানার সূত্রে জানা গেছে,গত বছরের থেকে চলতি সেপ্টেম্বর মাস পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৭ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন থানা পুলিশ।
রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সুহেল মিয়া বলেন,এএসআই সোহেল প্রযুক্তিতে অনেক দক্ষ।এ জন্য থানায় মোবাইল হারানো সংক্রান্ত জিডি হলে ডাক পড়ে স্যারের।অত্যন্ত সুকৌশলে দক্ষতা ও বুদ্ধিমত্তার সঙ্গে পরিশ্রম করে আমার মোবাইল উদ্ধার করেন।আমার অভিযোগ নিয়ে মোবাইল উদ্ধারের কাজ করা আর মরুভূমিতে সুই খুঁজে বের করা প্রায় একই কথা।ধন্যবাদ জানাই এএসআই সোহেলকে।
জানতে চাইলে এএসআই সোহেল বলেন,আমার কর্মরত থানাটি প্রবাসী অধ্যুষিত এলাকায় হওয়ায় বেশি মোবাইল আসে এ থানা এলাকায়।প্রত্যেকের ঘরে ৩ থেকে ৫টি মোবাইল থাকে।চোরেরা বেশি টার্গেট থাকে এ মোবাইল চুরির।এখন পর্যন্ত ৪টি মোবাইল উদ্ধার করেছি।আমার থানার বেশিরভাগ মোবাইল হারানোর জিডি বিভিন্ন পেশাজীবী মানুষের।আমি সবগুলোই সমান গুরুত্বের সঙ্গেই তাদের হারানো মোবাইল উদ্ধারের চেষ্টা করি।
তিনি বলেন,অনেক দামি জিনিস হারানোর চেয়ে মোবাইল হারানোর কষ্ট অনেক বেশি।কেননা মোবাইলে প্রয়োজনীয় নম্বর থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে।জিডি করার পর ফোন উদ্ধার করে ভুক্তভোগীকে ফিরিয়ে দিলে তারা অনেকে বিশ্বাসই করতে চান না।মোবাইল নেওয়ার সময় অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।