তৌকির আহাম্মেদ: সাভারের বনগ্রাম ইউনিয়নের সাধাপুর এলাকায় মাটি ভরাটের মাধ্যমে পানি প্রবাহ বন্ধ করে দীর্ঘ ৬ বছর অবৈধ দখলদারদের দখলে থাকা ’হাঙ্গারী’ নামে একটি তুরাগ নদীর সংযোগ খাল উদ্ধার করেছে সাভার উপজেলা প্রশাসন।বুধবার খননের মাধ্যমে খালটি উদ্ধার করা হয়।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাটি ভরাটের মাধ্যমে খালটি দখলের অভিযোগে নুরুজ্জামান নামে স্থানীয় এক জমি ব্যবসায়ী ডেকে নিয়ে সতর্ক করার পাশাপাশি ২ দিনের মধ্যে নিজ খরচে খালটি খননের মাধ্যমে দখলমূক্ত করার নির্দেশ দেওয়া হয়।
সাভারের আমিনবাজার ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাস জানান, ”দীর্ঘ ৬ বছর আগে নুরুজ্জামান নামে স্থানীয় এক ব্যক্তি খালটির মাঝ দিয়ে মাটি ভরাট করে রাস্তা তৈরী করার জন্য খালটির পানি প্রবাহ সম্পূর্নভাবে বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে কৃষকরা। পরে খবর পেয়ে খালটি পরিদর্শন করার পাশাপাশি অভিযুক্ত দখলদারকে অফিসে ডেকে সতর্ক করার পাশাপাশি খালটি নিজ খরচে দখলমূক্ত করার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা মোতাবেক তারা খালটি খণনের মাধ্যমে আজ মুক্ত করেছে। বর্তমানে এর পানি প্রবাহ সম্পূর্ন স্বাভাবিক রয়েছে।
আলেক মিয়া নামে স্থানীয় এক কৃষক জানান, খালটিকে কেন্দ্র করে এলাকার প্রায় ৫০০ বিঘা জমিতে ধানের চাাষ হতো। তবে খালের পানি প্রবাহ বন্ধ থাকায় গত ৬ বছর এসব জমিতে সেভাবে চাষাবাদ করা সম্ভব হয়নি। তবে খালটি উদ্ধার করায় পুনরায় ওইসব জমিতে চাষাবাদ শুরু হবে বলেও জানান তিনি।
এলাকাবাসীর অভিযোগ, খালটি মাটি ভরাটের সময় স্থানীয়রা বাধা প্রদান করলেও তাদের কারো কথায় কর্নপাত না করে খালটি নিজ স্বার্থে দখল করে তার উপর মাটির রাস্তা তৈরী করে নুরুজ্জামান। এছাড়াও নুরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন সরকারী খাস জমি দখলেরও অভিযোগ রয়েছে।
অপরদিকে এবিষয়ে জানতে একাধিকবার নুরুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।