শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রাজনগর বেপারীপাড়া গ্রামে ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১৪,সিপিসি-১,জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১৬ বোতল বিদেশীমদ সহ মোঃ শাহীন আলম (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।ধৃত মোঃ শাহীন আলম নালিতাবাড়ী উপজেলার ভূরুঙ্গা কালাপানি গ্রামের মোঃ নওশেদ আলীর ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪,সিপিসি-১,জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা সঙ্গীয় র্যাব সদস্যরা বৃহস্পতিবার গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রাজনগর বেপারীপাড়া জনৈক আঃ মজিদের ধানের চাতাল এর সম্মুখ সড়কের উপর মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় ১৬ বোতল বিদেশী মদ সহ মোঃ শাহীন আলম নামে ওই মাদক কারবারিকে আটক করা হয়।এদিকে র্যাব-১৪ সিপিসি-১,জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান,ধৃত মাদক কারবারি মোঃ শাহীন আলম এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে শেরপুর জেলার সীমান্ত এলাকা থেকে মদ সহ অন্যান্য মাদক ক্রয় করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল।
এঘটনায় ধৃত মাদক কারবারি মোঃ শাহীন আলমকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে র্যাব-১৪ এর পক্ষ থেকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।