কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজা,ধর্ষণ ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন মামলায় চারজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।থানা সূত্রে জানা যায়,থানা অফিসার ইনচার্জ(ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ দল থানার এসআই শেখ মফিজুর রহমানের নের্তৃত্বে বুধবার সকালে উপজেলার মালাপাড়া ইউনিয়নের জিরুইন-রামনগর পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় একজন অজ্ঞাতনামা সিএনজি ড্রাইভার ও একজন মাদক ব্যবসায়ী সিএনজির ভেতর ফেলে যাওয়া ১৫ কেজি গাঁজা উদ্ধার করে।একইদিনে থানা পুলিশের আরেকটি দল নারী ও শিশু নির্যাতন দমন মামলায় এজাহারনামীয় আসামী দেবিদ্বার উপজেলার সংচাইল গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মোঃ মেহেদী হাছান প্রকাশ ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এছাড়া আরো তিনজন ওয়ারেন্টভুক্ত আসামী কোম্পানিগঞ্জ উপজেলার আব্দুল খালেকের ছেলে রিপন (২০) অলুয়া গ্রামের মোঃ হোসেনের ছেলে শেখ সাদি (২৭) ও নাইঘর গ্রামের মোকতল হোসেনের ছেলে আক্তার হোসেন (৩২) তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।আটককৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ছিল বলে পুলিশ জানায়।
বুধবার সকালে আসামীদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন।