1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুৎ প্রকৌশলীর অপসারণ দাবি
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুৎ প্রকৌশলীর অপসারণ দাবি

মোঃ তাসলিম উদ্দিন :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৮ বার পড়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুৎ প্রকৌশলীর অপসারণ দাবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুতের ভিলকিবাজি ও সরাইলে বিদ্যূত সর্বরাহ বন্ধ থাকায় সরাইল উপজেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেন ও ক্ষোভ ঝাড়লেন বক্তারা।সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে ২১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।সরাইল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে সভায় উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর।

সভায় বক্তারা বলেন,উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের অস্বাভাবিক ভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে।অতীতের যেকোনো সময়ের রেকর্ড ভঙ্গ করেছে বর্তমান প্রকৌশলী যোগদান করার পর।এ দিকে বিদ্যুৎ নেই গরমের মানুষের ভোগান্তি হচ্ছে।প্রকৌশলীর সরকারি নাম্বারে ফোন দিলে ফোনে পাওয়া যায় না।বিদ্যুৎ অফিসে গিয়ে কোনো সদোত্তর না পাওয়ায় গ্রাহকরা দিশেহারা হয়ে শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন ভুক্তভোগী জনতা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে দৌড়ঝাপ শুরু করেন।গ্রাহকদের এমন অভি যোগের পরিপ্রেক্ষিতে দ্রুত বিদ্যুৎ সমাধান করতে আইন শৃঙ্খলা সভার রেজুলেশনের মাধ্যমে জোর দাবি করেন বক্তারা।পাশাপাশি বর্তমান নির্বাহী প্রকৌশলী অপসারণ করার প্রস্তাবও দেয়া হয়।সভার সভাপতি নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল বলেন,বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাথে আলোচনা করে সমস্যাটি দূর করবেন।

এসময় শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জির বক্তব্যের সময় সভায় হট্টগোল শুরু হয়।পরে উপস্থিত সকলকে শান্ত করেন আইন-শৃংখলার সভার সভাপতি ইউএনও মোঃ আরিফুল হক মৃদুল।এছাড়া সরাইলে আসন্ন দুর্গা পুজা উপলক্ষে বিদ্যুতের সর্বরাহ চালু রাখতে ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি সভায় আহবান জানানো হয়।উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফারহানা নাসরিন আইনশৃঙ্খলা সভায় সবার সাথে পরিচয় হয়ে তিনি তার বক্তব্য বলেন,আমি আপনাদের উপজেলার সহকারী কমিশনার( ভূমি) কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি।

আপনাদের সকলের সঙ্গে আমার পরিচয় হয়নি আজ পরিচয় হয়েছে অনেক,ভালো লাগলো।আপনাদের সহযোগীতা এবং দোয়া কামনা করি।আরো বক্তব্য রাখেন,সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মোঃ নোমান মিয়া,উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মোঃ আবু হানিফ,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম,সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন,এ ছাড়াও সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ,

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,সরাইল উপজেলা বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সুমন হোসেন,সাংবাদিক মোঃ আইয়ুব খান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ফাতেমা বেগম,ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ মোঃ হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন,

উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাসুদ মজুমদার,অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব মিয়াসহ বিভিন্ন কর্মকর্তা,কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।বক্তব্যে এলাকায় মাদক,চুরি,ডাকাতির জুয়া, বন্ধের কথা তুলে ধরেন।সাংবাদিকরা সম্প্রতি লাশ উদ্ধার ও যানযট ও যান চলাচলে বিভিন্ন সমস্যা ও দুর্ঘটনার কথা তুলে ধরেন।এ সমস্যা সমাধানের আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান।সরাইল থানা ওসি মোঃ আসলাম হোসেন উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো আছে মর্মে তাদের বক্তব্যে বলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD