বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী সংলগ্ন শহর রক্ষাবাধ রাস্তা অবৈধ ভাবে দখল করে ভাঙ্গারি ব্যবসা পরিচালনা করায় জরিমানা করা হয়েছে দুই ভাঙ্গারী ব্যবসায়ীকে।শহর রক্ষা বাধের সৌন্দর্য্য রক্ষা ও মানুষের চলাচলের সুবিধার্থে পৌরসভার মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা সরকারী রাস্তা দখল ও জনসাধারন চলাচল বিঘ্নিত সহ পরিবেশ অসৌন্দর্য্য করে রাখায় ভাঙ্গারি ব্যবসায়ী মোঃ ইউনুস ও তানজিলকে প্রথমবারের মত ২ হাজার টাকা জরিমানা করেন।
২০ সেপ্টেম্বর সোমবার বিকেলে পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড সংশ্লিষ্ট এ রাস্তায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।এ সময় উপস্থিত ছিলেন বন্দর বাজার ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক আশরাফি মনির,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহিদ,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক জোবায়ের আহাম্মেদ রুথেন প্রমূখ।এদিকে পৌর
মেয়রের এ উদ্যোগকে স্বাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।