আগামী ৭ ফেব্রুয়ারী ইউপি নির্বাচনের সপ্তম ধাপে কুমিল্লা বুড়িচং উপজেলার ৯ টি ইউনিয়নের আ’লীগ মনোনীত ৯ জন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। এর মাঝে শুধুমাত্র বুড়িচং সদর ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন দুটিতে নতুন মুখের প্রার্থী আ’লীগ দলীয় নৌকা প্রতীক পেলেও বাকী ৭ টিতে বর্তমান চেয়ারম্যানরাই রয়েছেন পছন্দের তালিকায়।
এতে করে দলীয় মনোনয়ন বঞ্চিতরা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হবে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এতে নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি প্রার্র্থীদের কাছে ভোটারদের চাহিদা বেড়ে যাওয়ায় সাধারন ভোটারদের মাঝেও উৎসবের আমেজ দেখা দিয়েছে। তবে এ নিয়ে গতকাল শুক্রবার দুপুরে পীরযাত্রাপুর এলাকায় নৌকার প্রার্থী ও মনোনয়ন বঞ্চিত অন্য এক প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
কুমিল্লার বুড়িচং উপজেলাটি সুদীর্ঘকাল থেকেই আ’লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। আসন্ন ৭ম ধাপের ইউপি নির্বাচনের তফসীল ঘোষনার বহু আগে থেকেই উপজেলার ৯টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানরাসহ সম্ভাব্য কমপক্ষে ৭৭ জন প্রার্থী রাজনৈতিক, বিভিন্ন জাতীয় দিবসছাড়াও সামাজিক,ধর্মীয় বা পারিবারিক অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে নিজের আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্র্থী হিসেবে প্রচারনা শুরু করেন।
নতুন বছরের শুভে”ছা জানিয়ে সম্ভাব্য প্রার্থীতার জানান দিতে বং-বেরংয়ের পোষ্টার ছাপিয়ে প্রতিটি ইউনিয়নের প্রত্যন্ত জনপদেও নিজেদের জানান দিতে চেষ্টা করেন। এরই মাঝে নির্বাচনী তফসীল ঘোষনা হলে ঢাকায় দলীয় কার্যালয় থেকে কমপক্ষে ৭৭ জন চেয়ারম্যান পদে নির্বাচনের প্রার্থীতা হতে মনোনয়নপত্র ক্রয় করেন। গত ৬ জানুয়ারী রাতে দলীয় কার্যালয় থেকে উপজেলার ৯ টি ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা ঘোষনা করা হয়।
এতে রাজাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ মোস্তফা , বাকশীমুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ;লীগ সভাপতি আব্দুল করিম , বুড়িচং সদর আসনে উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন (নতুন মুখ) , ষোলনল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম , পীরযাত্রাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন জাহের ঠিকাদার , ময়নামতি ইউনিয়নে বুড়িচং উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোঃ লালন হায়দার , মোকাম ইউনিয়নের আ’লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সী , ভারেল্লা উত্তর ইউনিয়নের আ’লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ আবদুর রহমান রব এবং ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের আ’লীগের সাধারন সম্পাদক নতুন মুখ মোঃ নাছির উদ্দিন ভূইয়া দলীয় প্রতীক নৌকাসহ চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন।
এদিকে মনোনয়ন ঘোষনার পর নৌকা প্রতীকের প্রার্থৃীসহ সমর্থকদের মাঝে আনন্দ উৎসাহ ছড়িয়ে পড়ে,কোথাও কোথাও তাদের উল্লাস করতেও দেখা যায়। তবে মনোনয়ন বঞ্চিত প্রার্র্থীসহ তাদের সমর্থক নেতা- কর্র্মীদের মাঝে হতাশা দেখা দেয়। এদিকে গতকাল শুক্রবার বাদ জুম্মা পীরযাত্রাপুর এলাকায় নৌকার মনোনয়ন প্রার্থী জাকির হোসেন জাহেরের সমর্থক নেতা-কর্মীরা মিছিল বের করলে নৌকা মনোনয়ন বঞ্চিত কামাল উদ্দিনের সমর্থকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে বলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন সাংবাদিকদের জানান।
নির্বাচনে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের মাঝে যখন হতাশা তখন দায়িত্বশীল একাধিক বুড়িচং উপজেলার আ’লীগ দলীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ¯স্থানীয়ভাবে নেতাদের পছন্দের যে তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে তার থেকে অনেককেই বাদ দেওয়া হয়েছে। এমতাবস্থায় দলীয় প্রতীক না পাওয়া অনেকেই অন্য প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্ধিতা করবে বলে তাদের আশঙ্কা। উল্ল্খ্যে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে রাজাপুর ইউনিয়নে ১৪ জন , বুড়িচং সদরে ১৪ জন , বাকশীমুল ইউনিয়নে ৬ জন , ষোলনল ইউনিয়নে ৮ জন , পীরযাত্রাপুর ইউনিয়নে ৮ জন , ময়নামতি ইউনিয়নে ৭ জন , মোকাম ইউনিয়নে ৭ জন, ভারেল্লা উত্তর ইউনিয়নে ৮ জন এবং ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে ৫ জন সহ মোট ৭৭ জন ।