দেবীদ্বার পৌর ৬নং ওয়ার্ডে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু মাথা ব্যাথা চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার সকালে ওয়ার্ডের বালিবাড়ী ফকির বাড়ী মাজার সংলগ্ন মাঠে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন, মেসার্স ফকির ডেকোরেটর ও ফকির এন্টারপ্রাইজের পরিচারক গিয়াস উদ্দীন ফকির। ক্যাম্পে বিনামূল্যে চক্ষু ও মাথা ব্যাথা’র চিকিৎসা নিতে সকল ওয়ার্ডের বালিবাড়ী হামলাবাড়ী ও বারেরচর থেকে নারী পুরুষ ও শিশু জড়ো হয়।
গিয়াস উদ্দীন ফকির জানান, আমাদের ওয়ার্ডের জনসাধারণের সুবিধার্থে আমি এই ফ্রী ক্যাম্পের আয়োজন করেছি। এই ক্যাম্পে প্রায় ১৫০ জনের উপরে সাধারণ মানুষ চিকিৎসা নিয়েছে। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত এমন জনকল্যাণমূলক কাজে ওয়ার্ডবাসীর পাশে থাকতে পেরে। এসময় উপস্থিত ছিলেন শামছুল হক ভূঁইয়া, হাজী নুরুল ইসলাম, বালিবাড়ী ফকির বাড়ি দরবার শরীফের পরিচালক এম.এ গাজী ফকির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ’রা।