1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
হাজারো মুসল্লির অংশগ্রহণে চিরনিদ্রায় শায়িত হলেন বঙ্গবন্ধুর প্রিয় আফজল
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হাজারো মুসল্লির অংশগ্রহণে চিরনিদ্রায় শায়িত হলেন বঙ্গবন্ধুর প্রিয় আফজল

এইচ এম ওবায়দুল হক
  • প্রকাশিত: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৬৬ বার পড়েছে

হাজার হাজার মানুষের অংশগ্রহণে কুমিল্লার বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা, জেলা চৌদ্দদলের সমন্বয়ক, বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফজল খানের জানাজা কুমিল্লা টাউন হল মাঠি অনুষ্ঠিত হয়েছে। জানাজার সময় যেন মানুষের ঢল নেমেছিল কান্দিরপাড় এলাকায়। বুধবার দুপুরের পর প্রিয় নেতার জানাজাস্থল কুমিল্লা টাউন হল মাঠ ভরাট হয়ে যাওয়ায় জানাজায় অংশগ্রহণকারী মানুষ পূবালী চত্ত্বর থেকে লিবার্টি চত্তর এবং জিলা স্কুল রোডে অবস্থান নেন। স্মরণকালের মধ্যে অনুষ্ঠিত এই বিশাল জানাজায় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব, সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুল, আফজল খানপুত্র ইমরান খান বক্তব্য রাখেন। জানাজার শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এবং রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর পক্ষে জানাজায় অংশ নেওয়া আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ বক্তব্য রাখতে গিয়ে বলেন, এমপি, মন্ত্রী, হুইপ অনেকেই হতে পারেন কিন্তু গণমানুষের নেতা সবাই হতে পারে না। আফজল খান কুমিল্লার গণমানুষের প্রিয় নেতা ছিলেন। জানাজায় অন্যান্যদের মধ্যে কুমিল্লা সদর আসনে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংসদ সদস্য আবুল হাসেম খান, সাবেক প্রতিমন্ত্রী রেদওয়ান আহমেদ, কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক প্রমুখ অংশ নেন।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর পক্ষে জানাজায় অংশ নেওয়া আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে আফজল খানকে গোবিন্দপুর চাঁনখা মসজিদের কাছে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD