হাওর এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সরকার।হাওর এলাকায় স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে।যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।হাওর এলাকার ঘরে প্রতিটি ঘর এখন বিদ্যুতের আলোয় আলোকিত।
আজ দুপুরে সদর উপজেলার হালুয়ারগাও এলাকায় সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।বিশেষ অতিথির বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যান ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সুষম উন্নয়ন হচ্ছে।দেশবাসী অনেক সময় অনেক সরকার দেখেছে কিন্তু উন্নয়নের সরকার হলো আওয়ামীলীগ।
মন্ত্রনালয়ের সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যান ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ,প্রবাসী কল্যান ও বৈদেশিক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসন রতন এমপি,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট,জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।
সদর উপজেলার হালুয়ারগাও এলাকায় দেড় একর জায়গায় ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একটি একাডেমিক ভবণ,হোস্টেল,পাম্প হাউজসহ বিভিন্ন স্থাপনা রয়েছে।এখানে জেনারেল ইলেকট্রনিক্স,আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড,কম্পিউটার অপারেশন,গার্মেন্টস প্রশিক্ষন,ইলেকট্রিক্যাল,অটোমোটিভ,ড্রাইভিংসহ ৭টি টেড্রে ২০০ প্রবাসগামী ব্যাক্তিদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা রয়েছে।