হবিগঞ্জের বাহুবলে আসন্ন ৩১ জানুয়ারী ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে উপজেলার পুটিজুরী, সাতকাপন, বাহুবল সদর, মিরপুর, ভাদেশ্বর ইউনিয়ন সহ ৫ টি ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধিমালা ও ইউনিয়নের বিভিন্ন বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২৯ জানুয়ারী) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল। এসময় পুটিজুরী ইউনিয়নে গাড়িবহরে শোভাযাত্রা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলার ২ নং পুটিজুরী ইউনিয়নের মোঃ মুদ্দত আলী (আওয়ামী লীগ), নৌকার চেয়ারম্যান প্রার্থী কে ১০ হাজার জরিমানা করা হয়। পরে সাতকাপন ইউনিয়নের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার, ৪ নং বাহুবল সদর ইউনিয়নের ঘোড়া প্রতীকে চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার, ভাদেশ্বর ইউনিয়নের মটর সাইকেল প্রতীকে চেয়ারম্যান প্রার্থীকে ২ হাজার টাকা এবং একই ইউনিয়নের একজন সাধারন সদস্য প্রার্থীকে ২ হাজার সহ মোট ২৯ হাজার জরিমানা করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল রাত সাড়ে ১০ টায় জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীগের মধ্যে অনেকেই শোভাযাত্রা ও তাদের সমর্থকরা মিছিল বের এবং দেয়ালে পোস্টার লাগিয়েছেন। এ জন্য তাদেরকে এ অর্থদণ্ড করা হয়েছে। একই সাথে স্বাস্থ্যবিধি লংঘন এর দায়ে অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নবাগত সহকারী কমিশনার ভূমি রেহানা মজুমদার। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল জানান। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বিজিবির একটি টিম ও বাহুবল থানা পুলিশ।
উল্লেখ্য আগামী ৩১ জানুয়ারি বাহুবল উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এদিকে শান্তিপূর্ণভাবে নির্বাচন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনী আচরণবিধি লংঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।