হবিগঞ্জ শহরে অতিরিক্ত দামে তেল বিক্রিসহ নানা অভিযোগে ৫ প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। রবিবার(৬ মার্চ) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, জেলা শহরের কোর্টস্টেশন ও শায়েস্তানগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য রাখা এবং মূল্য টেম্পারিং করে তোলে ফেলার কারণে কাইয়ুম স্টোরকে ৮হাজার টাকা করা হয়। এছাড়া অন্যান্য অনিয়মের দায়ে গাজি মিয়ার মাংসের দোকানকে ৪ হাজার টাকা, মা মোরগ হাউজকে ২ হাজার ৫০০ টাকা, রাকা স্টোরকে ৩ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ফারিয়া ফার্ম্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম অংশগ্রহণ করে। তিনি আরও জানান, এই অভিযান নিয়মিতভাবে চলবে। যারা সাধারণ মানুষকে বেকাদায় ফেলে অতিরিক্ত মূল্য আদায় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।