হবিগঞ্জের মাধবপুর বাজার ও বোয়ালিয়া নদীতে অভিযান চালিয়ে ৪৩ টি কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।বুধবার (১সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য অফিস মাধবপুর বাজার ও বোয়ালিয়া নদীতে এই অভিযান পরিচালনা করে।এ অভিযানে ৪৩ টি কারেন্ট জাল জব্দ করা হয়।জব্দকৃত জালের পরিমাণ ২১ হাজার ৫শত মিটার,যার বাজার মূল্য প্রায় ১৯০০০ টাকা।
পরে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন,সহকারী কমিশনার (ভূমি) মোঃমহিউদ্দীন এর উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আবু আসাদ ফরিদুল হক সহ কর্মচারীবৃন্দরা।উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আবু আসাদ ফরিদুল হক জানান,কারেন্ট জালের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।