ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃআবুল খায়ের মাহমুদ রাসেল এর বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয়রা। মানববন্ধন শেষে প্রায় দুই ঘন্টা ব্যপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কে আটকে পড়ে বরিশাল,ঝালকাঠি ও খুলনা ও পিরোজপুর থেকে আসা অনেক যাত্রীবাহী বাস ও যানবাহন।
মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন,আওয়ামী লীগ নেতা শাহীন মৃর্ধা,উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আবুল হাসানাত আবদুল্লাহ সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দুকুর রহমান, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, ইউপি সদস্য সৈয়দ সুমন সহ উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ। বক্তারা বলেন, স্থানীয় একটি ক্লিনিক ব্যবসায়ীর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন দপ্তরে নানা অপপ্রচারে ক্ষুব্ধ হয়ে উপর মহলে নিজেই আবেদন করে রাজাপুর থেকে অন্যত্র বদলি হন ডাঃ রাসেল। এ খবর ছড়িয়ে পড়লে ডাঃ রাসেলকে ভালোবেসে তার চিকিৎসা সেবায় মুগ্ধ হয়ে স্থানীয়রা এ কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাক্তার, নার্স ও কর্মকর্তা কমর্চারিরাও যোগদেন। এ সময় তার বদলীর আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তরা।
জেলা প্রশাসক মোঃ জোহর আলীর আশ্বাসে ২ ঘণ্টাপর মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃমোক্তার হোসেন,উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু সহ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।