1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের আনন্দ র‌্যালি ও স্মৃতিচারন
বাংলাদেশ । শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ ।। ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের আনন্দ র‌্যালি ও স্মৃতিচারন

মাহবুবুর রহমান:
  • প্রকাশিত: রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৩৮১ বার পড়েছে

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বীর মুক্তিযোদ্ধাসহ সাধারণ জনগণের অংশগ্রহণে আনন্দ র‌্যালি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালি শেষে শিক্ষার্থীদের কাছে মুক্তিযোদ্ধের ইতিহাস, স্মৃতিকাতর ঘটনার স্মৃতিচারন করেন বীরমুক্তিযোদ্ধারা। ২০ মার্চ (রবিবার) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাসহ জনসাধরণের অংশগ্রহণে আয়োজন করা হয় মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল।

শিক্ষার্থী ও সাধারণ জনগনের কাছে মুক্তিযোদ্ধের ইতিহাস বিষয়ে আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বাশির উদ্দিন ফারুকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডা. মোঃ ছিদ্দিক হোসাইন,

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম (আবিরাজ), জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কার্যকরী সদস্য বীরমুক্তিযোদ্ধা এ.বি. ছিদ্দিক, কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইসরাইল মিয়া ও বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বাদশা। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD