1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
স্বল্প আয়ের মানুষের চোখে ফুটপাতের দোকানই শপিংমল
বাংলাদেশ । বুধবার, ০২ এপ্রিল ২০২৫ ।। ২রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ

স্বল্প আয়ের মানুষের চোখে ফুটপাতের দোকানই শপিংমল

কংকনা রায়
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২০ বার পড়েছে

আর মাত্র কদিন বাকি পবিত্র ঈদ উল ফিতর। দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতা ও বিক্রেতাদের কেনাবেচার ব্যস্ততা। অবস্থা সম্পন্নরা শহরের মার্কেট আর বিপণী বিতানগুলোতে কেনাকাটা করলেও স্বল্প আয়ের মানুষরা ছুটছেন ফুটপাতের দোকানগুলোতে। তাদের কাছে ফুটপাতের দোকাইন শপিংমল সম।

ফুলবাড়ী পৌরশহরের বাজারের দয়াল মার্কেট, পুরাতন কাপড় মার্কেট, খন্দকার মার্কেট, মন্ত্রী মার্কেটসহ বেশ কয়েকটি বিপণী বিতান এলাকা ঘুরে দেখা গেছে বিপণী বিতানগুলোতে কেনাকাটার ভিড়। পাশাপাশি ভূমি অফিস সংলগ্ন ফুটপাত দোকানগুলোতে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের ভিড়।

ফুটপাতের দোকানগুলোতে ৩০০ টাকা থেকে ৮০০ টাকার মধ্যে শিশু, নারী ও বয়স্কদের পোষাক পাওয়া যাচ্ছে, যা কিনতে বিপণীবিতানে লাগছে ৮০০ টাকা থেকে ২০০০ হাজার টাকা পর্যন্ত। ফুটপাতে তৈরি পোষাক, শাড়ি, লুঙ্গি, জুতা, কসমেটিকসহ ঈদে ব্যবহারের নানা পণ্য পাওয়া যাচ্ছে। ফুটপাতের দোকানগুলোতে নারী ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি।

স্থানীয় একটি বেসরকারি কলেজের অফিস সহায়ক (পিয়ন) আব্দুর রহিম বলেন, ছেলেমেয়েদের জন্য ঈদের কাপড় চোপড় কেনার জন্য আমাদের মতো স্বল্প আয়ের মানুষের ফুটপাতের দোকানগুলোই ভালো। কারণ এখানে আমাদের মানুষের কথা চিন্তা করেই দোকানিরা মালামাল রাখেন। আর বড় বড় বিপণী বিতানগুলোতে কাপাড় চোপড়ের যে দাম তাকে করে আমাদের পক্ষে কেনা সম্ভব না।

শিবনগর গ্রামের গৃহবধূ রোকেয়া বেগম এসেছেন তার দুই শিশু ছেলেমেয়েকে নিয়ে ঈদের কাপড় চোপড়সহ অন্যান্য জিনিস কিনতে। কথা হয় ফুলবাড়ী ভূমি অফিস সংলগ্ন ফুটপাত মার্কেটে। তিনি জানান, স্বামীর যা আয় রোজগার তার সবটাই কৃষির উপর নির্ভর করেই। তার উপর আবার এ বছর আলুতে লোকসান খেতে হয়েছে। তারপরও বছরের ঈদের নতুন জামা কাপড়সহ অন্যান্য দ্রব্যাদি কিনতে ফুলবাড়ীতে এসেছে। শহরের বিপণীবিতানে তার মতো লোকের কাপড় চোপড় কেনা খুব খষ্টকর তাই ফুটপাত মার্কেট থেকেই ছেলেমেয়ে, নিজের এবং স্বামীর জন্য জামা ও লুঙ্গি কিনেছেন।

ফুটপাত মার্কেটের প্রবীর ফ্যাশনের স্বত্বাধিকারী প্রবীর চন্দ্র বলেন, অন্য বছরগুলোর চেয়ে এ বছর ব্যবসা একটু কম। কারণ কৃষক চাহিদানুয়ায়ী আলুর দাম পায়নি আর চলছে ইরি-বোরো চাষ মৌসুম। এসব কারণে কৃষকের হাতে এ মুহুর্তে টাকা পয়সা না থাকায় বেচাবিক্রি মন্দা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত হয়তো বেচাবিক্রি বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD