বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে ৩ হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা।বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার শরণখোলা রেঞ্জের কাতলেশ্বর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা, ১৫০ ফুট নাইলনের হরিন শিকারের ফাঁদ ও একটি দা উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন,পিরোজপুর জেলার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের আবুল শিকদারের পুত্র শাহদাত শিকদার (৩০),একই এলাকার আঃ মালেক খানের পুত্র মোঃ কাইউম খান (২২) ও দক্ষিন চরদুয়ানি গ্রামের আব্দুল ছত্তারের পুত্র মোঃ জাকারিয়া (২৩)।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে চান্দেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ কুমার মজুমদারের নেতৃত্বে সুন্দরবনের ৫ নং কম্পার্টমেন্টের কাতলেশ্বর এলাকায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক শুক্রবার সকালে বাগেরহাট জেল হাজতে প্রেরন করা হবে”।