1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার বন কর্মকর্তারা
বাংলাদেশ । বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার বন কর্মকর্তারা

ইসমাইল হোসেন লিটন :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ৫৬৭ বার পড়েছে

পূর্ব সুন্দরবনের শরণখোলার রেঞ্জের দুবলার চরের রুপার গাঙ এলাকায় একটি বাঘের মৃতদেহ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে স্মার্ট দলের সদস্যরা নিয়মিত টহলকালে নদীর চরে বাঘের মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা। এরিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) বাঘের মৃতদেহটি ঘটনাস্থলে রয়েছে। বন কর্মকর্তারা মৃতদেহটি উদ্ধারের চেষ্টা করছেন।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, স্মার্ট টিমের সদস্যরা দুবলার চরসংলগ্ন রুপার গাঙ এলাকায় একটি বাঘ পড়ে থাকতে দেখেন। তারা কাছে গিয়ে বাঘটি মৃত বলে নিশ্চিত হন। প্রত্যক্ষদর্শী বনরক্ষীদের বরাতদিয়ে ডিএফও জানান, পুরুষ বাঘটির বয়স ১৫-১৬ বছর হবে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বার্ধক্যজনিত কারণে দুই-তিন দিন আগে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডিফেও আরো জানান, শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শামসুল আরেফিনসহ বনরক্ষীরা ঘটনাস্থলে রয়েছেন। মৃত বাঘটি উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হবে। শনিবার সকালে রেঞ্জ অফিস চত্বরে ময়না তদন্ত শেষে বাঘের বিভিন্ন নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। এর পর জানা সম্ভব যাবে কি কারণে মারা গেছে বাঘটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD