সুনামগঞ্জ সীমান্ত থেকে ৬টি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।মঙ্গলবার সন্ধায় জব্দকৃত হস্তান্তর পূর্বক সুনামগঞ্জের তাহিরপুর থানায় র্যাবের অফিসার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।মঙ্গলবার রাতে র্যাব-৯ সিলেটের মিডিয়া সেলের দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেন।র্যাব-৯ সিলেটের মিডিয়া সেল জানায়, র্যাব -৯ সিপিসি ৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি চৌকস টিম নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের ভিক্তিত্বে জেলার তাহিরপুরের লাউরগড়-চাঁনপুর সীমান্তবর্তী বড়গোপ টিলায় মঙ্গলবার দুপুরে অভিযান চালায়।
অভিযানে টিলার মাঠের পশ্চিমে পড়ে থাকা সাদা কসটেপে মোড়ানো ৬টি উচ্চ ক্ষমতা ডেটোনেটর) সম্পন্ন বিস্ফোরক জব্দ করে র্যাবের ওই টিমের সদস্যরা।মঙ্গলবার সন্ধায় দি এক্সপ্লুসিভ সাবসটেনসেস অ্যাক্ট ১৯০৮ ধারায় র্যাবের ওই অভিযানে থাকা এসআই মো: নুরুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সুনামগঞ্জ-২৩.১০.২৪