সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামীকে আটক করে করেছে পুলিশ।সোমবার রাতে তাকে আটক করা হয়।উল্লেখ,গত ২৬ জুলাই কিশোরী রোকেয়া বেগম অপহরণের অভিযোগে দুইজনকে আসামী করে তার বাবা মামলা দায়ের করেন।পরে ২৭ জুলাই ভোর রাত কিশোরী রােকেয়া বেগম ( ১৪ ) কে কোম্পানীগঞ্জ থানাধীন কাঠালবাড়ী ফরিদ মুনসির বাড়ী থেকে উদ্ধার করে দোয়ারাবাজার থানা পুলিশ।কিশোরী রোকেয়া বেগম উদ্ধার হলেও আসামীরা পালিয়ে যায়।
সোমবার ২৩ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের ও সিনিয়র সহকারী পুলিশ সুপার,(ছাতক সার্কেল) মোঃ বিল্লাল হোসেন এবং দোয়ারাবাজর থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর এর দিক নির্দেশনায় দোয়ারাবাজার থান পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খানের,ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান ও এসআই সুপ্রাংশু দে দিলু নেতৃত্বে দোয়ারাবাজার থানার মামলা নাম্বার ১৬(০৭)২১ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৩০ তৎসহ ৩৭৯ পেনাল কোড অর্থাৎ ১৪ বৎসর বয়সের কিশোরী রোকেয়া অপহরন মামলার প্রধান আসামীকে আব্দুল কাদির মোল্লা (৫২) গ্রেফতার করে দোযারা থানা পুলিশ।
গ্রেফতার হওয়া ব্যক্তি কম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চাটিবহর পূর্ব পাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে আব্দুল কাদির মোল্লা (৫২)।পরে তাকে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।