সিলেটে মানসিক ভারসাম্যহীন স্বামী, স্ত্রীকে কুপিয়ে নিজে আত্মহত্যা করলেন। মঙ্গলবার (২৫ জুন) ভোর পাঁটার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম ছায়াদ মিয়া (৫২)। তিনি একই উপজেলার জহিরপুর গ্রামের মৃত শেখ আব্দুস ছাত্তার ওরফে ছাত্তার মেম্বারের ছেলে। ছায়াদ কামারগাঁও গ্রামে তার শ্বশুর বাড়িতে বসবাস করতেন। গত এক বছর যাবত তিনি মানষিক রোগে ভোগছিলেন।
জানা যায় মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে বটি দা দিয়ে তিনি তার স্ত্রী ৩ কন্যা সন্তানের জননী শাহনাজ আক্তার পলিকে (৩৫) কানে এবং পেটে কুপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরবর্তীতে ছায়াদ মিয়া নিজেই বটি দা দিয়ে নিজের পেটে এবং গলায় আঘাত করে মৃত্যুবরণ করে।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পলিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে শাহনাজ আক্তার পলি এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।