1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
সিলেটের কোম্পানীগঞ্জে দুই গ্রামে সংঘর্ষ আহত শতাধিক
বাংলাদেশ । বুধবার, ০২ এপ্রিল ২০২৫ ।। ২রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ

সিলেটের কোম্পানীগঞ্জে দুই গ্রামে সংঘর্ষ আহত শতাধিক

কে এম রায়হান
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়েছে

মোবাইল ফোনের চার্জ নিয়ে সিলেটের কোম্পানীগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক। দোকানে মোবাইল চার্জ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে উপজেলার থানার সদর পয়েন্টে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম জানা সম্ভব হয়নি। এসময় দোকান ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

শনিবার (১৪ ডিসেম্ভর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর রোববার সকাল থেকে পুণরায় দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয় এ সময় উপয় পক্ষে শতাধিক আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি গ্রামের এক ব্যক্তির সাথে মোবাইল চার্জ নিয়ে কাঠাঁলবাড়ী গ্রামের এক ব্যক্তির তর্কাতর্কি হয়। এ ঘটনায় এক পক্ষের লোকজন বর্ণি এলাকায় সড়কে গাড়ি আটক করে। পরে থানা সদরে কোম্পানীগঞ্জ, বর্ণি ও কাঁঠালবাড়ী ৩ গ্রামের লোকজনের মধ্যে দেশী অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে এটি সংষর্ঘে রূপ নেয়। প্রায় ৪ ঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্ত ৫০ জন আহত হয়েছেন।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD